পূর্ব মেদিনীপুর: বঙ্গোপসাগরে হুগলি নদীর মোহনায় এক মৎস্যজীবীর জালে ধরা পড়েল বিরল প্রজাতির একটি কুমির ছানা।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের খেজুরী ২ ব্লকের পাঁচুড়িয়ার প্রধান খটি এলাকায়। জানা গিয়েছে,পাঁচুড়িয়ার প্রধান খটির হুগলি নদীতে মাছ ধরছিলেন স্থানীয় এক মৎস্যজীবী।এরপর মাছ ধরার সময় হঠাৎ তার জালে ধরা পড়ে বিরল প্রজাতির একটি কুমির ছানা।
তবে কুমিরছানা উদ্ধারের ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই নদীর তীরে ভিড় জমায় বহু মানুষ। খবর দেওয়া হয় বনদফতরেও। তাঁরা এসে কুমির ছানা উদ্ধার করে নিয়ে যায়।