Rare Disease in london
লন্ডনঃ বিরল এই রােগ,যা আগে কেউ কোন দিন শোনেনি। নিজের চুল নিজেই ছেড়ে এবং সেই চুলের গােছা নিজেই খেয়ে ফেলে। এমনই এক ভয়াবহ রােগের শিকার লন্ডনের এক নাবালিকা। এই রোগের পােশাকি নাম রাপুনজেল ডিজিজ।
এই চিকিৎসার সময় ডাক্তার জানায় , ওই নাবালিকা একই সঙ্গে দুটি বিরল অসুখে আক্রান্ত । এক নিজের মাথার চুল নিজেই ছেঁড়া যা ট্রাইকোফ্যাজিয়া নামে পরিচিত । পাশাপাশি ট্রাইকোতিলােমানিয়া নামে এক বিরল রােগেও আক্রান্ত সে। এই রােগে আক্রান্তেরা নিজের চুল নিজেই খেয়ে ফেলে ।
গত কয়েকদিন ধরেই পেটে মারাত্মক যন্ত্রণা হচ্ছিল ওই নাবালিকার। সপ্তাহ দুয়েক আগে তা ভয়াবহ রুপ নেই। অনেক বার জ্ঞানও হারায় সে । তখনই তাকে ভর্তি করা হয় নটিংহামের কুইন’স মেডিক্যাল সেন্টারে । চিকিৎসকেরা জানায় , “ওই নাবালিকার পেটে অদ্ভুত একটা ফোলা ভাব রয়েছে । পেটের পরীক্ষা করা হয় । দেখা যায় পেটের মধ্যে বিশালাকার একটি চুলের বল ঘােরাফেরা করছে । বলটি এতটাই বড় যে সেটি প্রায় গােটা পাকস্থলীই দখল করে নিয়েছে।” অস্ত্রোপচারের পর নাবালিকার পেট থেকে প্রায় ৪৮ সেন্টিমিটারের ওই চুলের বলটিকে বের করে এনেছেন চিকিৎসকরা ।
বর্তমানে তার মানসিক রােগের চিকিৎসাও চলছে। মনস্তত্ববিদদের পরামর্শ নেওয়ার পর এখন অনেকটাই সুস্থ ওই নাবালিকা ।
Rare Disease in london