নয়াদিল্লি: রেশন কার্ড নিয়ে দুর্নীতি রুখরে সরকার এক নতুন ভাবনার সুচনা করেন ৷ খাদ্য বিতরণ প্রক্রিয়া নিয়ে প্রতিনিয়তই কিছু না কিছু অভিযোগ আসেই ৷ মাঝে মধ্যে রেশন ডিলার গ্রাহকদের তাঁদের নির্ধারিত জিনিস দিচ্ছে না এমন অভিযোগও আসে ৷ আপনিও যদি এরকম সমস্যায় পড়ে থাকেন তাহলে টোল ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন এখন থেকে।
NFSA-তে প্রত্যেক রাজ্যের আলাদা আলাদা টোল ফ্রি নম্বর দেওয়া রয়েছে যেখান থেকে নম্বর জোগাড় করে অভিযোগ জানাতে পারেন ৷ এছাডাও NFSA এর ওয়েবসাইটে গিয়েও ই-মেলের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। ওয়েবসাইট টির লিংক নিচে দেওয়া আছে।
একনজরে দেখে নিন বিভিন্ন রাজ্যের টোল ফ্রি নম্বর –
অন্ধ্রপ্রদেশ – 1800-425-2977
অরুণাচলপ্রদেশ – 03602244290
অসম – 1800-345-3611
বিহার- 1800-3456-194
ছত্তীসগড়- 1800-233-3663
গোয়া- 1800-233-0022
গুজরাত- 1800-233-5500
হরিয়ানা – 1800–180–2087
হিমাচলপ্রদেশ – 1800–180–8026
ঝাড়খণ্ড – 1800-345-6598, 1800-212-5512
কর্ণাটক- 1800-425-9339
কেরল- 1800-425-1550
মহারাষ্ট্র- 1800-22-4950
মণিপুর- 1800-345-3821
মেঘালয়- 1800-345-3670
মিজোরম- 1860-222-222-789, 1800-345-3891
নাগাল্যান্ড- 1800-345-3704, 1800-345-3705
ওড়িশা- 1800-345-6724 / 6760
পঞ্জাব – 1800-3006-1313
রাজস্থান – 1800-180-6127
সিকিম – 1800-345-3236
তামিলনাড়ু – 1800-425-5901
তেলঙ্গানা- 1800-4250-0333
ত্রিপুরা- 1800-345-3665
উত্তরপ্রদেশ- 1800-180-0150
উত্তরাখণ্ড – 1800-180-2000, 1800-180-4188
পশ্চিমবঙ্গ – 1800-345-5505
দিল্লি – 1800-110-841
জম্মু – 1800-180-7106
কাশ্মীর – 1800–180–7011
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ – 1800-343-3197
চণ্ডীগড় – 1800–180–2068
দাদর নগর হভেলি, দমন ও দিউ – 1800-233-4004
লক্ষাদ্বীপ – 1800-425-3186
পুদুচেরি- 1800-425-1082
NFSA – এর ওয়েবসাইট টি- https://nfsa.gov.in/