Ration Status
লড়াই ২৪ : প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে বিনামূল্যে রেশন পান দেশের ৮০ কোটি মানুষ। সম্প্রতি এই যোজনার মেয়াদকাল বাড়ানোর ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র জানিয়েছে, ২০২২ সালের মার্চ পর্যন্ত বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে।
পশ্চিমবঙ্গের উপভোক্তারা জানুয়ারির প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বরাদ্দ রেশন পাবেন না। জানুয়ারির পরিবর্তে এই রেশন পাওয়া যাবে ফেব্রুয়ারিতে। ট্যুইট করে এই খবর জানিয়েছে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতর।
ট্যুইটে খাদ্য দফতর জানিয়েছে, ” ভারতের খাদ্য নিগম সময়মতো এ.এ.ওয়াই/পি.এইচ.এইচ/এসপি.এইচ.এইচ(AAY/PHH/SPHH উপভোক্তাদের জন্য বরাদ্দ পি.এম.জি.কে.ওয়াই (PMGKAY)-এর চাল ও গম সরবরাহ করতে না পারায় জানুয়ারি মাসে পি.এম.জি.কে.ওয়াই (PMGKAY)-এর খাদ্য সামগ্রী বণ্টন করা সম্ভব হল না। তবে জানুয়ারি মাসের-এর বরাদ্দ রেশন ফেব্রুয়ারিতে ও ফেব্রুয়ারি ও মার্চের রেশন যথাক্রমে মার্চ ও এপ্রিল মাসে দেওয়া হবে।”
Ration Status