প্রথম IPL ম্যাচই হাড্ডাহাড্ডি, অনবদ্য ডিভিলিয়ার্স, হার্সাল প্যাটেল
চেন্নাই: আইপিলের প্রথম ম্যাচেই টানটান উত্তেজনা। অবশেষে জয় পেল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বলা ভালো কোহলিকে জয় এনে দিলেন মি: ৩৬০ ও হরশাল প্যাটেল।
এদিন শুরুতে ব্যাটিং করে মাত্র ১৫৯ রানেই গুটিয়ে যায় মুম্বই ইন্ডিয়ানস-এর ইনিংস। রোহিত রান আউট হয়ে ফেরেন। মুম্বইয়ের সর্বোচ্চ রান করেন ক্রিস লিন।তাঁর সংগ্রহে এদিন ৪৯ রান। সূর্যকুমার করেন ৩১ রান। ব্যাঙ্গালোরের হয়ে একাই মুম্বইকে ধ্বংস করেন হার্সাল প্যাটেল। নেন ৫ টি উইকেট।
অন্যদিকে ব্যাটিং করতে নেমে বিরাট ভালো শুরু করেও ফেরেন ৩৩ রানে। ম্যাক্সওয়েল করেন ৩৯ রান। শেষে ব্যাটিং এ ঝড় তোলেন ডিভিলিয়ার্স। তবে ২ রান বাকি থাকতেই রান আউট হয়ে যান তিনি। শেষ বলে ম্যাচ জেতান হার্সাল প্যাটেল।