করোনার আবহে ক্রমশ কমছে সরকারি চাকরিতে নিয়োগ, দুশ্চিন্তায় চাকরিপ্রার্থীরা
নয়াদিল্লি: কেন্দ্র ও রাজ্য সরকারের নতুন চাকরীতে নিয়োগ হু হু করে কমে যাচ্ছে। এ বছর করোনার কারনে নিয়োগের হার ভয়ঙ্কর রকমের ধাক্কা খেয়েছে বলেই দেখা যাচ্ছে।
চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে কেন্দ্রীয় সরকারি চাকরিতে নিয়োগ গত বছরের তুলনায় ৫০ শতাংশ কমে গিয়েছে। সব রাজ্য মিলিয়ে গত বছরের তুলনায় নিয়োগ কমে গিয়েছে ৪০ শতাংশ।
ন্যাশনাল পেনশন সিস্টেমের পে-রোল ডেটা বিশ্লেষণ করা দেখা যাচ্ছে, শুধু বেসরকারি ক্ষেত্রে ছাঁটাই হচ্ছে বা নিয়োগ কমে যাচ্ছে তা নয়, কেন্দ্রীয় সরকারি চাকরিতে নিয়োগে রাশ টানা হয়েছে। তার কারণ পরিষ্কার—করোনাভাইরাসের সংক্রমণ এবং সে জন্য ধুঁকতে থাকা অর্থনীতি।
ন্যাশনাল পেনশন সিস্টেমের ডেটা থেকে দেখা যাচ্ছে, গত আর্থিক বছরে অর্থাৎ ২০১৯-২০ আর্থিক বছরে গড়ে প্রতি মাসে ৯৯০০ জন প্রার্থীকে নিয়োগ করা হয়েছে। তার আগের অর্থ বর্ষ তথা ২০১৮-১৯ সালে তা ছিল প্রতি মাসে গড়ে ১১০০০।
আর এ বছর এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত গড়ে প্রতি মাসে ৫৫২০ জনকে নিয়োগ করা হয়েছে। আর মে থেকে জুলাই মাস পর্যন্ত সেই গড় হল মাত্র ৩৫০০। অর্থাৎ এপ্রিলের পর নিয়োগ আরও কমে গিয়েছে কেন্দ্রীয় সরকারি চাকরিতে।
এ বছরের প্রথম ত্রৈমাসিকে অর্থনীতি ২৪ শতাংশ হারে সংকুচিত হয়েছে। এই প্রেক্ষাপটে সমস্ত মন্ত্রক ও দফতরগুলিকে কেন্দ্রীয় সরকারের কর্মিবর্গ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে নতুন নিয়োগ করা যাবে না।
ঘটনা হল, ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্য সরকার গত কয়েক বছর ধরে ঠিকায় কর্মী নিয়োগ শুরু করেছে। এমনকি সরকারি চাকরির উচ্চপদে পেশাদার নিয়োগ করা হচ্ছে। ফলে সব মিলিয়ে ক্রমশই কমে যাচ্ছে সরকারি চাকরিতে নিয়োগের সুযোগ।