বিষ্ণুপুর: গোপালগঞ্জে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের যৌনপল্লি। সেখানেই করোনা আক্রান্ত এক যৌনকর্মী।
কন্টেমেন্টন জোন হিসেবে চিহ্নিত করে যৌনপল্লিটিকে বাঁশের ব্য়ারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বহিরাগতদের যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
কিন্তু যৌনপল্লিতে করোনাভাইরাস ঢুকল কী করে? স্থানীয় বাসিন্দারের অনুমান, আনলক পর্বে এলাকায় বহিরাগতদের যাতায়াত বেড়েছিল। আবার যৌনপল্লির বাসিন্দারা পেটে টানে অন্যত্র যেতেন। আর তাতেই ঘটল বিপত্তি।