নয়াদিল্লি: চিনা দ্রব্য বয়কটের ডাক কি তবে শুধু সোশ্যাল মিডিয়া ও মিছিলেই সীমাবদ্ধ? প্রশ্ন উঠতে বাধ্য। কারণ মাত্র ৫০ সেকেন্ডে খালি Redmi ফোনের স্টক।
বাজারে ছাড়া হয়েছিল জনপ্রিয় রেডমি ফোনের Redmi Note 9 Pro Max। আজই ছিল প্রথম দিন। আর তাতেই কামাল। ৫০ সেকেন্ডেরও কম সময়ে স্টক শেষ হয়ে যায়।
একসময়ে চিনা স্মার্টফোন দ্রুত খারাপ হওয়ার বদনাম থাকলেও, সময়ের সঙ্গে ভারতের বাজারে ব্যবসার সম্ভাবনা দেখে সেদিকে নজর দিয়েছে চিনা সংস্থাগুলি। ভাল বিল্ড কোয়ালিটির দিকে নজর দেওয়ার পাশাপাশি পর্যাপ্ত সার্ভিস সেন্টার স্থাপন করেছে চিনা সংস্থাগুলি। ফলে, এই স্মার্টফোন সংস্থাগুলির উপর নির্ভরযোগ্যতা বেড়েছে ভারতীয় ক্রেতাদের।