স্বস্তি ফিরল জলপাইগুড়িতে, শুরু হচ্ছে সার্কিট বেঞ্চ এর কাজকর্ম
জলপাইগুড়ি: আগামী সপ্তাহের শুরু হতে চলেছে অনলাইনে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এর কাজকর্ম। গত ১৩ ই মার্চ মামলায় কোনো শুনানি হয়নি সার্কিট বেঞ্চের।
তারপর করোনা সংক্রমনের জেরে দেশজুড়ে লকডাউন এরফলে থমকে যায় সমস্ত কাজকর্ম। আনলক ফ্রেজ শুরু হওয়ার পরে কয়েকটি জলপাইগুড়ির মামলার শুনানি হলেও আগামী সপ্তাহে ফের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এ অনলাইনে পড়ে থাকা মামলার কাজ শুরু করা হবে বলে জানিয়েছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর।
শুক্রবার তিনি আরো জানান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভার্চুয়ালি কোর্ট বসবে এবং প্রিন্সিপাল কোর্টে বসবেন বিচারপতিরা কেবলমাত্র ক্রিমিনাল কেস ছাড়া অন্য কোন কেসের মামলা হবে না। ইতিমধ্যে মামলা জমা নেয়ার প্রক্রিয়া শুরু করা হয়ে গিয়েছে।
২০১৯ সালের মার্চ মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সার্কিট বেঞ্চের উদ্বোধন করেছিলেন। করোনা পরিস্থিতিতে গত কিছু মাস জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এর কাজকর্ম না হলেও অনলাইনে তা শুরু হওয়ার ফলে স্বস্তি ফিরেছে জলপাইগুড়িতে।