কলকাতা – রাজ্যের বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে রাজীবের বিরুদ্ধে। নবান্ন সূত্রে খবর, ইস্তফায় পদ্ধতিগত ত্রুটি রয়েছে৷ এই অভিযোগেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগপত্র গ্রহণ না করে রাজীবকে মন্ত্রিসভা থেকে অপসারণ করছেন মুখ্যমন্ত্রী৷
ফলে শুভেন্দুর বিধায়ক পদে ইস্তফার মতোই ফের বিতর্কে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা থেকে পদত্যাগের প্রক্রিয়া। রাজীব বন্দ্যোপাধ্যায় অবশ্য দাবি করেছেন এ দিন হরিশ চ্যাটার্জী স্ট্রিটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফাপত্র তুলে দেওয়ার পরই রাজভবনে গিয়েছিলেন তিনি৷ রাজ্যপালের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয় তাঁর৷ রাজভবন থেকে বেরিয়েই নিজের ইস্তফা নিয়ে মুখ খোলেন রাজীব৷ দাবি করেন, আড়াই বছর আগেই ইস্তফা দিতে চেয়েছিলেন তিনি৷ কান্নাতেও ভেঙে পড়েন ডোমজুড়ের বিধায়ক৷ নিজের ইস্তফাপত্রের ছবি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেন রাজীব৷