“আপনি হিম্মত রাখুন। আমাদের যতদূর যাওয়ার যাব। আপনি ন্যায় বিচার পাবেন।” আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের মৃতার ছাত্রীর মা-বাবাকে ফোন করে এভাবেই সমবেদনা জানালেন রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস। সেই সঙ্গে পরিবারের সদস্যদের সাথে দেখা করতে আসবেন বলেও জানান রাজ্যপাল। মঙ্গলবার দুপুর ২ টা নাগাদ ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ড. বোস।
এদিন নির্যাতিতার বাবা জানান ‘গোটা দেশ আমাদের সঙ্গে আছে, এমনকি গোটা বিশ্বে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। আমি সকলকে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি।’
আন্দোলন প্রত্যাহার নিয়ে সুপ্রিম কোর্টের তরফে যে আর্জি জানানো হয়েছে, তা নিয়ে মৃতার বাবা বলেন “নিশ্চয়ই কোনও একটি বিষয় ভেবে শীর্ষ আদালত এ কথা বলেছে। আমি চাই আন্দোলন চলুক, তাছাড়া দেখা যাচ্ছে যে সকলেই আন্দোলনে করছে। ন্যায় বিচারের জন্য যারা ঝাঁপিয়ে পড়ছে আমরা তাদের সঙ্গে আছি।'”
তিলোত্তমার বাবা এদিন ফের একবার বলেন “গোটা ঘটনায় তথ্য প্রমাণের লোপাটের চেষ্টা হয়েছে। এবং আমি নই, গোটা দেশ সে কথা বলছে। হাসপাতালে প্রাক্তন প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ যদি প্রমান লোপাটের চেষ্টা করে থাকেন তবে শাস্তি পাবেন। সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই।”