কলকাতা: বর্তমান বাংলা সিনেমা দেখেন আর টলি নায়িকা ঋতাভরী চক্রবর্তীকে চেনেন না, এমনটা বোধ হয় এখন হওয়ার না। তবে অভিয়ের পাশপাশি ঋতাভরী যে সোশ্যাল মিডিয়ায়ও দারুণ অ্যাক্টিভ, তা বোঝা যায় তাঁর ফলোয়ারের দিকে তাকালেই।
সম্প্রতি ইন্সটাগ্রামে নায়িকার ফলোয়ার সংখ্যা ছাড়াল ২ মিলিয়ন। আর তাঁর জন্যই একটি ভিডিও পোস্ট করে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন টলি নায়িকা। তিনি লেখেন, “২ মিলিয়ন ফলোয়ারের জন্য ধন্যবাদ, ২ মিলিয়ন ভালোবাসা, ২ মিলিয়নের পরিবার ❤️ আমি আপনাদের ভালবাসা এবং সমর্থন পেয়ে অভিভূত।” এই ২ মিলিয়নে পৌঁছনোর খুশিতে শীঘ্রই তিনি কিছু শেয়ার করবেন বলেও জানিয়েছেন।
উল্লেখ্য, শুরুটা করেছিলেন সিরিয়াল দিয়েই। কিছুদিনের মধ্যেই সাফল্যের দেখা পান তিনি। মা বিখ্যাত লেখিকা ও পরিচালক, দিদিও অভিনয়ের সঙ্গেই যুক্ত, ফলে ঋতাভরীর সামনে জগতটা অচেনা ছিল না।
বর্তমানে সিরিয়াল নয়, এমনকি টলিউডের গণ্ডি পেরিয়ে তিনি পৌঁছে গেছেন বলিউডে।সিনেমাজগতে তো বটেই, তাঁর সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় তিনি।
কখনো বিদেশ ট্যুর বা কখনো ছবির প্রমোশন, সবকিছুর লাইভ আপডেট থাকে তার প্রোফাইলে। তার একেকটি ছবি ঝড় তোলে ভক্ত হৃদয়ে।
কখনো মায়ের সাথে ছবি, কখনো বা সুইমিং পুলে নিজস্ব সময়ের ছবি। আবার কখনো বিকিনিতে ছবি। কখনও আবার অর্ন্তবাস ছাড়াই ছবি তোলেন তিনি। তিনি সব সময় প্রশংসাই পান তাঁর ভক্তদের কাছ থেকে।