শুরুটা করেছিলেন সিরিয়াল দিয়েই। কিছুদিনের মধ্যেই সাফল্যের দেখা পান তিনি। মা বিখ্যাত লেখিকা ও পরিচালক, দিদিও অভিনয়ের সঙ্গেই যুক্ত, ফলে ঋতাভরীর সামনে জগততা অচেনা ছিল না।
বর্তমানে সিরিয়াল নয়, এমনকি টলিউডের গণ্ডি পেরিয়ে তিনি পৌঁছে গেছেন বলিউডে।সিনেমাজগতে তো বটেই, তাঁর সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় তিনি।
কখনো বিদেশ ট্যুর বা কখনো ছবির প্রমোশন, সবকিছুর লাইভ আপডেট থাকে তার প্রোফাইলে। তার একেকটি ছবি ঝড় তোলে ভক্ত হৃদয়ে।
কখনো মায়ের সাথে ছবি, কখনো বা সুইমিং পুলে নিজস্ব সময়ের ছবি। আবার কখনো বিকিনিতে ছবি। কখনও আবার অর্ন্তবাস ছাড়াই ছবি তোলেন তিনি। তিনি সব সময় প্রশংসাই পান তাঁর ভক্তদের কাছ থেকে।