কলকাতা: বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা বাড়েবাড়ে প্রমাণ দিয়েছেন বাংলা সিনেমার অন্যতম প্রতিভাবান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় বছর ৪৮ এর অভিনেত্রীর ছবি দেখলে যে কেউ ভিরমি খেয়ে যেতে পারেন।
আসলে তিনি মনের দিক থেকে চিরযৌবনা। সেকারণেই এই বয়সে এসে নিউকামারদের টেক্কায় রীতিমতো হারিয়ে দিতে পারেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সব রকম পোশাকেই যে তিনি স্বচ্ছন্দ্য তার প্রমাণও মিলছে বারেবারে।
সাদা কালো একটি শাড়ি পরিহিত, গলায় গয়না পড়া ছবিতে সোশ্যাল মিডিয়ায় লাইক শেয়ারের বন্যা। বুধবার রাত ১২ টার পরে এই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। মাত্র ১৩ ঘন্টায় তা লাইক কুড়িয়েছে ৫৬০০এরও বেশি। সঙ্গে রয়েছে অজস্র কমেন্ট।
অভিনেত্রী নিজে ছবিতে ক্যাপশনে লিখেছেন, “তুমি যা কিছু পড়তে পার, আত্মবিশ্বাস ও পজিটিভ ভাবে।”