BIG BREAKING: অবশেষে মাদক যোগে গ্রেফতার রিয়া চক্রবর্তী
মুম্বাই: অবশেষে মাদক যোগে গ্রেফতার রিয়া চক্রবর্তী। তিনদিন জিজ্ঞাসাবাদের পর এনসিবি গ্রেফতার করল তাকে।
রিয়া চক্রবর্তীকে হেফাজতে নাও নিতে পারে এনসিবি। একটু পরেই মেডিক্যাল টেস্ট হবে তার। তদন্তে সহযোগিতা করছেন তিনি। তেমনটাই সূত্র মারফত খবর।
সুশান্ত সিং মামলায় ৮৭দিনের মাথায় গ্রেফতার করা হয়েছে রিয়া চক্রবর্তীকে। জেরায় একাধিক বলিউড তারকারা নাম নিয়েছেন রিয়া।