নদিয়া: সবে মাত্র বিয়ে হয়েছে। দ্বিরাগমনে শ্বশুরবাড়ি গিয়েছিল মেয়ে-জামাই। কিন্তু ঘটে গেল মর্মান্তিক ঘটনা। শিশুরবাড়ি গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সদ্য বিবাহিত যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার বেথুয়াডহরিতে।
মৃতের নাম শুকদেব দাস, বেথুয়াডহরি এলাকায় যুগপুরের বাসিন্দা। ১০ দিন আগে এলাকার এক তরুণীর সঙ্গে বিয়ে হয় তাঁর। নিয়মমাফিক দ্বিরাগমনে স্ত্রীকে নিয়ে প্রথমবার শ্বশুরবাড়িতে গিয়েছিলেন তিনি।
স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়ি থেকে সাইকেলে চেপে কাজে বেরিয়েছিলেন শুকদেব। ৩৮ নম্বর জাতীয় সড়ক বরাবর যখন রাস্তা পার হচ্ছিলেন, তখন কলকাতাগামী একটি বাস সজোরে ধাক্কা মারে তাঁকে। দুর্ঘটনায় গুরুতর হন তিনি। তাঁকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারাই নিয়ে যান বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে ঘটনার কথা জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। ঘটনার শোকাহত মৃতের বাড়ি ও শ্বশুরবাড়ির লোকেরা। ঘাতক গাড়িটি ও চালককে আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে।