পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ নম্বর ব্লকের গোয়ালাপুকুর বাজার থেকে শীলাখানি পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল থাকার কারণে নানা সমস্যার সম্মুখীন হতে হতো গ্রামের মানুষদের।
ব্লক প্রশাসনকে জানিয়ে এমনকি বারবার লিখিত অভিযোগ জমা দিয়েও কোনরকম সুরাহা মেলেনি বলে জানিয়েছে তারা। কোন উপায় না থাকায় অবশেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।
রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভগবানপুর থানার পুলিশ। এবং রাস্তা ঠিক হওয়ার আশ্বাস দিয়ে অবরোধ তুলে দেয় তারা।
তারপরও এখন অব্দি মেলেনি কোন প্রতিকার।তবে আগামী কিছুদিনের মধ্যেই ওই বেহাল রাস্তা সারাইয়ের কোনরকম পদক্ষেপ না করা হলে আরও বৃহত্তর আন্দোলন করবে বলে জানিয়ে দেন গ্রামবাসীরা