ওড়িশা থেকে এসে এরাজ্যে ডাকাতি, ৬ বছরের সাজা শোনাল আদালত

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

ওড়িশা থেকে এসে এরাজ্যে ডাকাতি, ৬ বছরের সাজা শোনাল আদালত

পূর্ব মেদিনীপুর: প্রতিবেশী রাজ্য উড়িষ্যা থেকে এসে পূর্ব মেদিনীপুর জেলার এগরার পানিপারুলে বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চার অভিযুক্তের দোষী সাব্যস্ত করলো আদালত। দোষীদের ছয় বছর সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষনা করলো কাঁথি মহকুমা আদালত।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

বৃহস্পতিবার কাঁথি অতিরিক্ত জেলা দায়েরা ফাস্টট্রাক ফাস্ট কোর্টের বিচারক অলি বিশ্বাস ভিডিও কনফারেন্সের মাধ্যমে চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা হল উড়িষ্যার বালেশ্বর উত্তরচক এলাকার বাসিন্দা সন্তোষ কুমার দাস, নিশিকান্ত মহান্তি, সেক সরিফুল্লা ও সেখ আজাদ।

এই মামলায় সরকারি আইনজীবী গৌতম সামন্ত বলেন শুক্রবার ৩৯২ নং ধারায় ৬ বছর সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন বিচারক। এছাড়া, টাকা অনাদায়ে তিন মাস অতিরিক্ত জেল হাজতের নির্দেশ দেন।

আইনজীবী গৌতম সামন্ত বলেন পাঁচ বছর মামলা চলার পর বিচারক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধি ৩৯২ ধারায় দোষী সাব্যস্ত করলেন। গ্রেফতার হওয়ার পর চার অভিযুক্তকে ব্যাংকের কর্মীরা শনাক্ত করেন। অভিযুক্তরা এতদিন পর্যন্ত মেদিনীপুর জেলে ছিল।

জানা গিয়েছে, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর দুপুর ১ টা নাগাদ এগরায় বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের পানিপারুল শাখায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। চারজনের দুষ্কৃতিকারী দল এসে ব্যাংকে হাজির হয়। তারপরে ডাকাত দলের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ক্যাশকাউন্টার নগদ ৯ লক্ষ ৪৮ হাজার টাকা ও ভল্ট থেকে ১৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়।

ব্যাংকের ম্যানেজার ছিলেন সমী নিয়োগী। ঘটনার খবর পেয়ে হাজির হয় এগরা থানার পুলিশ। ততক্ষণে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতিকারী যুবকেরা।

এরপর ব্যাংকের ম্যানেজার একটি অভিযোগ দায়ের করেন। দীর্ঘ তদন্ত চালিয়ে ২০১৫ সালের ১৬ জানুয়ারি উড়িষ্যা থেকে চার অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করে। এগরা থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৯৪ ও ৩৯৭, ২৫/২৭ ভারতীয় দণ্ডবিধির মামলা রুজু করেন।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment