দীর্ঘ আড়াই দশকের পর বক্সার জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গলের!

Loading

Royal Bengal in the boxer forest!

লড়াই ২৪ : লালহলুদ ডোরাকাটা সুন্দরী রয়্যাল বেঙ্গল বাঘের দীর্ঘ আড়াই দশকের পর বক্সা টাইগার রিজার্ভ জঙ্গলে এবার সাক্ষাৎ দেখা মিলল। গত আড়াই দশকে ধরে বক্সা টাইগার রিজার্ভে রয়াল বেঙ্গল টাইগার নেই বলে একটা অপবাদ ছিল।

১৯৯৮ সালে বক্সা টাইগার রিজার্ভ-এ শেষবার রয়াল বেঙ্গল টাইগার এর দেখা পাওয়া গিয়েছিল। তারপর থেকে বক্সার জঙ্গল থেকে যেন চিরতরে হারিয়ে গিয়েছে রয়্যাল বেঙ্গল বাঘের অস্তিত্ব।দীর্ঘ আড়াই দশক বক্সা টাইগার রিজার্ভ -এর জঙ্গলে রয়াল বেঙ্গল টাইগার-এর দেখা না পাওয়া যাওয়ায় কলঙ্কিত হয়েছে বক্সা টাইগার রিজার্ভ।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

সম্প্রতি বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে পাতা ট্র‍্যাপ ক্যামেরায় একটি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলায় হইচই পড়ে গেছে রাজ্য বন দফতরের অন্দরে। রয়্যাল বেঙ্গল টাইগারের নিরাপত্তার খাতিরে বক্সা টাইগার রিজার্ভের তরফ থেকে বাঘের দেখা পাওয়ার স্থান ও সময় জানায়নি বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ। বক্সা টাইগার রিজার্ভের কোর এলাকায় এই রয়াল বেঙ্গল টাইগার দেখা গিয়েছে বলে জানিয়েছে বক্সার আধিকারিকরা।

Royal Bengal in the boxer forest!

Author

Share Please

Make your comment