রসপুরের দামোদর মেলার প্রস্তুতি তুঙ্গে

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

হাওড়া জেলার আমতা -১ ব্লকে রসপুর অঞ্চলে অন্তর্গত রসপুর গ্রামে দামোদর মেলা এই বছর ৩২তম বর্ষ হাতে আর কয়েক দিন বাকি জাক জোড়কদমে চলছে।

 

৭-১৩ ই ডিসেম্বর পর্যন্ত দামোদর মেলা চলবে। লাখো লোকে সমাগম ঘটে এই মেলায়। কলকাতা, রসপুর, ভোজান, বালিচক, মৈনান, সোমেশ্বর, সন্তোষ নগর ইত্যাদি পার্শ্ববর্তী গ্রামের মানুষ ও বহু দুর দুরান্ত থেকে মানুষ এই মেলায় ভিড় জমায়।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

 

৮ থেকে ৮০ সকল মানুষ এক বছর ধরে অপেক্ষায় থাকে দামোদর মেলা কবে হবে। এই বছর মেলায় মূল আকর্ষণ বাংলার অ্যাথলেটিক ঘনশ্যাম বাবু।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment