হাওড়া জেলার আমতা -১ ব্লকে রসপুর অঞ্চলে অন্তর্গত রসপুর গ্রামে দামোদর মেলা এই বছর ৩২তম বর্ষ হাতে আর কয়েক দিন বাকি জাক জোড়কদমে চলছে।
৭-১৩ ই ডিসেম্বর পর্যন্ত দামোদর মেলা চলবে। লাখো লোকে সমাগম ঘটে এই মেলায়। কলকাতা, রসপুর, ভোজান, বালিচক, মৈনান, সোমেশ্বর, সন্তোষ নগর ইত্যাদি পার্শ্ববর্তী গ্রামের মানুষ ও বহু দুর দুরান্ত থেকে মানুষ এই মেলায় ভিড় জমায়।
৮ থেকে ৮০ সকল মানুষ এক বছর ধরে অপেক্ষায় থাকে দামোদর মেলা কবে হবে। এই বছর মেলায় মূল আকর্ষণ বাংলার অ্যাথলেটিক ঘনশ্যাম বাবু।