মস্কো: আর দু’সপ্তাহের মধ্যেই বিশ্বের দরবারে করোনার ‘ভ্যাকসিন’ আনার দাবি রাশিয়ার। সব কিছু ঠিকঠাক চললে অগাস্টের দ্বিতীয় সপ্তাহেই তাঁদের তৈরি করোনার ‘ভ্যাকসিন’ বাজারে এসে যাবে বলে দাবি করেছে রাশিয়া।
যদিও এখনও এই ‘ভ্যাকসিন’-এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল বাকি রয়েছে। সেই ট্রায়াল হওয়ার পর কীভাবে আগামী ২ সপ্তাহের মধ্যেই ‘ভ্যাকসিন’-টি বাজারে আনা যাবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৩১ হাজারেরও বেশি। দেশে করোনার জেরে মৃত্যুর সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৭৬৮ জনের। পরিসংখ্যান বলছে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ হাজার ১৯৩। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত।
ইতিমধ্যেই বিশ্বের মোট ১ কোটি ৬৯ লক্ষ ৩২ হাজার ৯৯৬ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরই পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে গোটা বিশ্বে ৬ লক্ষ ৬৪ হাজার ৩৩৩ জনের এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে।