রাশিয়া: আশ্চর্য হিরকখণ্ড উঠে এল রাশিয়ার ভূগর্ভ থেকে। ভূবিজ্ঞানীরা বলছেন, হলদে-বাদামি এই বৃহদাকার হিরকখণ্ডটি ২৩ কোটি বছরের পুরনো হতে পারে।
এর আনুমানিক মূল্য কয়েকশো কোটি ডলার। শুক্রবার রাশিয়ার অ্যানাবার নদীর ধারে আলরোসার এবেলিয়াখ খনি থেকে উদ্ধার হয় এই হিরক খণ্ডটি। এখনও স্থির হয়নি হিরকখণ্ডটি পালিশ করে নিজেরাই বিক্রি করবে আলরোসা নামক সংস্থাটি নাকি অবিকৃত অবস্থায় নিলামে তোলা হবে।
আগে এমন আবিষ্কার কখনও হয়নি। সংস্থার কর্ণধার পাভেল ভিনিখিন স্বভাবতই উত্তেজনায় ফুটছেন। তাঁর কথায়, “স্মরণীয় আবিষ্কার হল আমাদের এই খনি থেকে। “এটির আয়তন আয়তন ৪৭*২৪*২২ মিলিমিটার।