গালওয়ান সংঘর্ষের পর ফের মুখোমুখী ভারত ও চিনের বিদেশমন্ত্রী

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

S.Jaishankar and Wang Yi 

লড়াই ২৪ ডেস্ক: গালওয়ান সংঘর্ষের পর কেটে গেছে এক বছরেরও বেশি সময়। তবে পরিস্থিতি যে এখন অনুকূল এটা বলাটা অনুচিত হবে। মুখোমুখি দুই দেশের সৈনিক। যুদ্ধ না হয়েও একটা যুদ্ধের পরিবেশ। এমতাবস্থায় চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে দ্বিতীয়বার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

বুধবার তাজিকিস্তানে ‘সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’-এর সদস্য দেশগুলির বৈঠকের ফাঁকে চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন জয়শংকর। দুই দুঁদে কূটনীতিবিদের আলোচনার কেন্দ্রবিন্দু যে লাদাখ তা একপ্রকার স্পষ্ট। এর আগে ২০২০ সালে জুন মাসে মস্কোয় বৈঠক করেছিলেন তারা। উপত্যকায় ভারত ও চিনের সংঘর্ষের পর এই দ্বিতীয়বার বৈঠকে বসতে চলেছে জয়শঙ্কর ও ওয়াং ই। এর আগে লাদাখে চিনের আগ্রাসন নিয়ে চিনকে বেশ কড়া ভাষায় বার্তা দিয়েছিলেন এস জয়শংকর। তিনি জানিয়েছিলেন, গালওয়ান সংঘর্ষ লাল ফৌজের আগ্রাসনের পরিণাম। এবারও লাদাখ সীমান্তে গোগরা, হট স্প্রিং ও দেপসাং সমতলের মতো সংঘাতের কেন্দ্রগুলি নিয়ে আলোচনা হবে দুই বিদেশমন্ত্রীর মধ্যে এমনটাই সূত্রের খবর।

আরও পড়ুন………ফের রবিনস্ট্রিটের নজির উত্তর কলকাতার বাগবাজারে, দুমাস ধরে তারা আগলে রেখেছে পচাগলা দেহ

উল্লেখ্য, এর আগেও লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতি স্বাভাবিক করতে এবং বিতর্কিত আলগুলি থেকে সেনা সরাতে কম্যান্ড স্তরের বেশ কয়েকটি বৈঠক হয়েছে দুই ফৌজের মধ্যে। গত বছর হটাৎই লাল ফৌজের আগ্রাসনের পর এই এলাকাগুলিতে বাড়ানো হয়েছে সুরক্ষা। স্থলপথ ছাড়াও সুরক্ষা প্রদান করা হয়েছে আকাশ পথেও।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment