লাদাখে শহীদ ভারতীয় জাওয়ানদের বলিদান ব্যর্থ হতে দেব না: বায়ুসেনা প্রধান
হায়দ্রাবাদ: গত সোমবার রাতে লাদাখের গিলাওয়ান উপত্যকায় চিনা সেনা দের আচমকা হামলায় নিহিত হন ২০ ভারতীয় জাওয়ান। যা নিয়ে তোলপাড় চলছে দেশ বাসীর মনে।
কেন্দ্রীয় সরকারের তরফেও ডাকা হয়, সর্বদলীয় বৈঠক। তবে এরই মধ্যে শহীদ জাওয়ান দের উদ্দেশ্যে একটি মন্তব্য করে দেশবাসীর মন জয় করেন ভারতের বায়ুসেনা প্রধান আর কে এস ভাদোরিয়া।
তিনি জানান, লাদেখে নিহত ভারতীয় সেনাদের বলিদান ব্যর্থ হতে দেবেন না। হায়দ্রাবাদের একটি বায়ুসেনা একাডেমিতে প্যারেডে অংশগ্রহণের সময় তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, “লাদাখে ওই কঠিন পরিস্থিতিতে আমাদের জওয়ানরা যে বীরত্ব দেখিয়েছেন তা থেকেই দেশমাতার প্রতি তাঁদের আত্মত্যাগের প্রমাণ পাওয়া গিয়েছে। আমি পরিষ্কার করে দিতে চাই, যে কোনও পরিস্থিতিতে জবাব দেওয়ার জন্য আমাদের বায়ুসেনা তৈরি রয়েছে।
আমি দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, আমরা এর জবাব দেব। গালওয়ান উপত্যকায় শহিদ জওয়ানদের বলিদান ব্যর্থ হতে দেব না।”