বরফ পড়ে জমে গিয়েছে সিকিম, গাড়িতে বেলচা, শিকল রাখা বাধ্যতামূলক

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

গাড়িতে থাকতে হবে, শেকল এবং বেলচা। সিকিম সরকার বাধ্যতামূলক করল এই দুটি জিনিস। না হলে কোন গাড়িকে পাহাড়ে ঢুকতে দেওয়া হবে না।

 

বেলচা লাগবে বরফ সরিয়ে তুলতে, এবং শেকল লাগবে গাড়ির চাকা যাতে পিছলে না যায় এই কারণে চাকাকে আটকে রাখতে। আপাতত এই নির্দেশিকা জারি করল সিকিম সরকার।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

 

দিনের পর দিন, সিকিমের তাপমাত্রা কমছে, ঝুঁকি বাড়ছে পর্যটকদের। তাই আর ঝুঁকি না বাড়িয়ে , নিজেদের কর্তব্য শুরু করলো সিকিম সরকার।

 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঘুরে বেড়ানোর আনন্দে , সব ভুলে যান পর্যটকেরা। ফলে নিজেদের বিপদ নিজেরাই বাড়িয়ে তোলেন। আর বদনাম হয় সরকারের, তাই আপাতত যে গাড়ি সিকিমে উঠুক শেকল এবং বেলচা সাথে লাগবেই। শেকল এবং বেলচা থাকলে অনেক দুর্ঘটনা এড়ানো যাবে বলে মনে করছে সিকিম সরকার।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment