Sajne Pata Khawar Upokarita: সজনে পাতার অনেক গুণাবলী রয়েছে, সেগুলি কী কী জেনে নিন-
সজনে পাতার উপকারিতা: ১। সজনে পাতার রস প্রতিদিন সকালে ২ চামচ করে খেলে শ্বাসের কষ্ট সারে ও হেঁচকি ওঠা বন্ধ হয়। ২৫ দিন খান।
২। ২ চামচ সজনে পাতার রসের সঙ্গে ১ চামচ চিনি মিশিয়ে পরপর ৩ দিন ধরে খেলে পেটের ভেতরের বায়ুর গোলক সেরে যায়। ২ সপ্তাহ করুন।
৩। ২০ গ্রাম সজনে পাতার ক্কাথ তৈরী করে ১ চিমটে করে হিং ও শুকনো আদা (শুঁঠ) মিশিয়ে খাওয়ালে পেটের গ্যাস বেরিয়ে যায়।
৪। বায়ুর প্রকোপের জন্যে যদি কোন ব্যাথা হয় তাহলে ৩ চামচ সজনে পাতার কাথের সঙ্গে হিং ও শুকনো আদার গুঁড়ো মিশিয়ে সকালে খেলে উপকার পাওয়া যাবে।
৫। ১০ গ্রাম সজনের কাথের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে দিনে ২ বার করে খালি পেটে খাওয়ালে পেটের সুক্ষ্ম কৃমি বেরিয়ে যায়। ১ মাস খাওয়ান। ৬। ১ চামচ সজনে পাতার রস ৫ গ্রাম গোলমরিচের সঙ্গে পিষে কপালে লাগালে মাথার যন্ত্রণা দূর হয়। সপ্তাহে ৫দিন করে ২ মাস লাগান।
৭। স্নান করার ১ ঘন্টা আগে ৫ চামচ সজনে পাতার রস মাথায় ঘষলে খুসকি দূর হয়। নিয়মিত ২ মাস (২দিন পরপর) লাগান।