gov employee
লড়াই ২৪ : বেতন বাড়ছে সরকারি কর্মীদের। ২০২১ সালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বেশ কিছু বড় খবর ছিল। বড় খুশির খবর পেয়েছেন তাঁরা দফায় দফায়। কেন্দ্রের পাশাপাশি এবার রাজ্য সরকারও এবার কর্মীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে উৎসাহ দেখাচ্ছে ৷
এরই মাঝেই হিমাচল প্রদেশ সরকার ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে কর্মীদের এক ধাক্কায় বেতন মান বৃদ্ধির ঘোষণা করেছে। হিমাচল প্রদেশ সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে যাঁরা যাঁরা রাজ্য সরকারের অধীনস্থ কাজ করেন তাঁদের ২ বছরের মধ্যে নিয়মিত করা হবে ৷
রাজ্য সরকারের এই বড় ঘোষণায় আপাতত কর্মী মহল খুশি। মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর শনিবার হিমাচল প্রদেশে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন ৷ রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়ছে ৷
পয়লা জানুয়ারি ২০১৬ থেকেই এই নতুন বেতন মান কার্যকর হতে চলেছে ৷ জানুয়ারি ২০২২ থেকে নতুন বেতনক্রম চালু হবে হাতে পেতে পেতে ফেব্রুয়ারি ২০২২। মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর আরও জানিয়েছেন মোট বাজেটের ৪৩ শতাংশ কর্মচারীদের বেতন ও পেনশনভোগীদের জন্য খরচ করে ৷
ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হলেই সেই পরিমাণ বেড়ে ৫০ শতাংশ হবে ৷ মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন সমস্ত পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগী মানুষেরা ১ জানুয়ারি ২০২১ থেকেই এর লাভ পাবেন।
gov employee