মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নেট দুনিয়ায় ঝড় উঠেছিল ‘বয়কট সলমন খান’ । কেন সলমন খানের দাপটে একাধিক তারকাকে বসে যেতে হয়েছে ? নেপোটিজমের কেন এত দাপট? এসব প্রশ্নেই সলমন খানকে বয়কটের ডাক উঠেছিল নেট পাড়ায় । এবার ছবি শেয়ার করে ট্রোলের শিকার হলেন সলমন খান ।
গায়ে কাদা মেখে ছবি দিয়েছিলেন সলমন । ছবি শেয়ার করে লিখেছিলেন কৃষকদের সন্মান করার কথা । এই ছবি পোস্ট হওয়া মাত্রই ট্রোলের শিকার হতে হয় সলমন খানকে ।
নেটদুনিয়ায় সলমন খানের এই পােস্ট মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে । এক ঘণ্টার মধ্যেই লাইক ছাড়িয়েছিল ১ মিলিয়ন । তবে নেটিজেনরা তােপ হানতেও ছাড়েনি।
কেউ কেউ এই ছবি পোস্ট করে লেখেন গায়ে কাদা মাখলেই কৃষক হওয়া যায় না । কেউ লিখলেন, আপনি আপনার ফার্ম হাউসে সুরক্ষিত রয়েছেন , কৃষকরা মাঠে খেটে , না ক্ষেতে পেয়ে অতিমারীতে মরছেন । সলমন খানের এই পোস্ট নিয়ে এখন নেটদুনিয়ায় নতুন চর্চা ।