নয়াদিল্লি: ভারত চিন যুদ্ধের আবহাওয়া তৈরি হওয়ার পরই মানুষ চিনা পণ্য কেনা আসতে আসতে বন্ধ করছে। তেমনই অনেক মানুষ চিনা ফোনের বদলে অন্য দেশের কোম্পানির বা নিজের দেশের তৈরি ফোন কেনার জোর দিয়েছে।
মানুষ এখন অনেক রেডমী ফোন এর বদলে স্যামসাং ফোন ব্যবহার করছে । তাই স্যামসাং বিক্রি বাড়াতে নিয়ে এলো বাজারে নতুন ফোন স্যামসাং A সিরিজের A21s। দাম শুরু ১৬৪৯৯ থেকে।
স্পেসিফিকেশন: ফোনটি দুটি ভেরিয়েশন এ পাওয়া যাচ্ছে একটিতে থাকছে ৪ জিবি রাম ৬৪ টি জিবি স্টোরেজ আর একটি ৬ জিবি রাম ৬৪ জিবি স্টোরেজ।
ফোনটিতে থাকছে শক্তিশালী ৫০০০ এম এইচ ব্যাটারী। এবং ফোনটিতে থাকছে ৬.৫ ইঞ্চির বর ডিসপ্লে।ফোনটির পিছনে থাকছে ৪ টি ক্যামেরা ( ৪৮+ ৮+২+২) এবং সামনে থাকে ১৩ এম পি ফ্রন্ট ক্যামেরা।
ফোনটিতে থাকছে এক্সনেএক্স ৮৫০ অক্টাকর এর শক্তিশালী প্রসেসর। অনলাইনএ ফ্লিপকার্ট এ পাওয়া যাচ্ছে ফোনটি।