কলকাতাঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে চলে গেলেন শঙ্খবাবুও। বুধবার অর্থাৎ আজ সকাল সাড়ে ১১ টা নাগাদ মৃত্যু হয় তার।বয়স হয়েছিল ৮৯ বছর। বাংলা কবিতায় শঙ্খ ঘোষের অবদান অনেক। করোনার জেরে আবারও এক নক্ষত্রের পতন।
গত সপ্তাহে জ্বর থাকায়,করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। ১৪ এপ্রিল বিকেলে রিপোর্টে জানা যায়, তিনি করোনা সংক্রমণের শিকার হয়েছেন। এছাড়াও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
বাড়িতেই নিভৃতবাসে ছিলেন। তাই বাড়িতেই চিকিৎসা চলছিল।কিন্তু মঙ্গলবার রাতে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বুধবার সকালে তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হলেও বেলা সাড়ে ১১টা নাগাদ তার মৃত্যু হয়।
করোনার পাশাপাশি নানা বার্ধক্যজনিত কারনে ভুগছিলেন তিনি। একাধিক বার ভর্তি হয়েছেন হাসপাতালেও।সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। কিন্তু এবার আর তা হল না। করোনায় কেড়ে নিল আমাদের প্রিয় কবি শঙ্খ ঘোষকে।