কলকাতা: সারদার মামলার তদন্ত সিবিআই শুরু করলো রাঁচি থেকে।মামলা সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে চারজনকে। নোটিশ দিতে শনি ও রবিবার কলকাতায় এসেছে সিবিআইয়ের রাচির টিম।
২০১৪ সালে সারদা মামলা সিবিআইকে দেয় সুপ্রিম কোর্ট এবং ২০১৮ সালে রাঁচিতে একটি মামলা শুরু করে সিবিআই। সিবিআই কলকাতায় তিনটে মামলা চালাচ্ছে এর বাইরে গুয়াহাটি ও ভুবনেশ্বর এর মামলা আছে সারদার।
সূত্রের মাধ্যমে জানা গিয়েছে যে চারজনকে নোটিশ পাঠানো হয়েছে তাদের মধ্যে তিনজন হলেন সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় এবং শুভজিৎ সেন। এছাড়াও ভুবনেশ্বরের মামলাটিকে সক্রিয় করা হচ্ছে বলেও পাওয়া গিয়েছে খবর।