তৃণমূলের নতুন চমক, আজ যোগদান সায়ন্তিকার

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Sayantika join TMC today

কলকাতাঃ কিছু দিনআগে তৃণমূলে যোগ দেয়, অভিনেতা কাঞ্চন মল্লিক,পরিচালক রাজ চক্রবর্তী, ক্রিকেটার মনোজ তিওয়ারি সহ একঝাঁক তারকা। আজ ফের তৃনমূলে যোগ দিতে চলেছে। টলি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

দলে তারকা প্রার্থী রাখার হিড়িক অনেক দিন আগেই শুরু হয়েছিল।এবছর রাজ্যের বিধানসভা নির্বাচনে নিজেদের জমি শক্ত করতে সেই পথেই হেটেছে শাসক দল।

বুধবার অর্থাৎ আজ তৃনমূল ভবন থেকে দলের জাতীয় পতাকা হাতে তুলে নেবেন সায়ন্তিকা। সম্ভবত আজ সায়ন্তিকার সাথে আরও অনেক তারকায় তৃনমূলে যোগ দিতে চলেছে।এই প্রসঙ্গে, সায়ন্তিকা বলেন,“আমি দিদির অনুরাগী।তাঁর সঙ্গে উন্নয়নমূলক কাজকর্মের জন্য যোগ দিচ্ছি তৃণমূলে।

 

এবছর তারকা মুখ হিসাবে সায়ন্তিকাকে ভোটের প্রার্থী করা যেতে পারে, এমনটাই খবর পাওয়া যায় তৃণমূল সুত্রে।অন্যদিকে বিজেপিও ঠিক এই ফরম্যাটে মাঠে নেমেছে। কিছু দিন আগেই যোগ দিয়েছিল অভিনেতা হীরন। আর সদ্য যোগ দিয়েছে অভিনেতা শ্রাবণী।

Sayantika join TMC today

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment