একেই বলে মানবিকতা, নিকাশি নালায় নেমে বৃদ্ধের প্রাণ বাঁচালেন সিপিএম কাউন্সিলর
হুগলি: করোনা আবহে সকলেই যেন নিজেকে নিয়ে ব্যস্ত। অন্যের বিষয়ে ভাবার সময়ই যেন নেই। তবে এসবের মধ্যেই ব্যতিক্রমও রয়েছে। ঠিক যেমন চুঁচুড়ায় এক বিদায়ী সিপিএম কাউন্সিলরের মানবিকতায় প্রাণে রক্ষা পেলেন রামচন্দ্র রজক নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ।
জানা গিয়েছে, সারারাত ধরে নালার মধ্যে পড়েছিলেন মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ। কার্যত মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন তিনি। তখনই দেবদূতের মতো এসে হাজির হন স্থানীয় জনপ্রতিনিধি তথা হুগলি-চুঁচুড়া পুরসভার বিদায়ী সিপিএম কাউন্সিলর সমীর মজুমদার।
এরপর নিজে হাই ড্রেনের মধ্যে নেমে ওই বৃদ্ধকে উদ্ধার করে তাঁকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন সমীরবাবু। আর এই ঘটনাই ফের প্রমাণ করল করোনা সম্পর্কে যতই সচেতনতার প্রচার চালানো হোক না কেন, সাধারণ মানুষের মধ্যে তা এখনও আসেনি।
এই ঘটনার পর বৃদ্ধের পরিবার সমীরবাবুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ঈশ্বরের কাছে তার মঙ্গল কামনাও করেন।