বাড়িতে বসেই মাত্র ৪ মিনিটে খোলা যাবে SBI সেভিংস অ্যাকাউন্ট, রাখতে হবে না নূন্যতম ব্যালেন্সও
কলকাতা: আর ব্যাংকে গিয়ে লাইন দিয়ে নয়, বাড়িতে বসেই মাত্র চার মিনিটে খোলা যাবে ব্যাংক অ্যাকাউন্ট। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া নিয়ে এল সেই সুবিধা। শুধুমাত্র থাকতে হবে YONO APP।
ইনস্টা সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিষেবা চালু করেছে এসবিআই ৷ এটা ইনস্ট্যান্ট ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট যেখানে গ্রাহক ব্যাঙ্কের ইন্টিগ্রেটেড ব্যাঙ্কিং ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম YONO-এর মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
ইনস্টা সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্রাহকরা 24×7 ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা পাবেন ৷ এই অ্যাকাউন্টের গ্রাহকরা পেয়ে যাবেন RuPay ATM-cum-ডেবিট কার্ড ৷
তবে, এক বছরের মধ্যে খাতাধারী কে নিকটবর্তী ব্যাংকে গিয়ে কে কেওয়াইসি করিয়ে আনতে হবে। এর পাশাপাশি এই অ্যাকাউন্টে পাওয়া যাবে এসএমএস ও নোমিনির সুবিধা। শুধুমাত্র থাকতে হবে YONO app। আধার ও প্যান নাম্বার দিয়েই খোলা যাবে এই অ্যাকাউন্ট।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স না রাখলে কাটা হবে অতিরিক্ত চার্জ।