৩০ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল-কলেজ

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

school college closures in Jammu & kashmir have been extended

জম্মু ও  কাশ্মীর :আগামী ৩০ জুন পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিধান্ত নিল জম্মু কাশ্মীর | স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় ,কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ,কোচিং সেন্টার বন্ধ রাখার  নির্দেশ দেওয়া হয়েছে |তবে অফলাইন পঠন পাঠনের ওপর কেবলমাত্র এই  নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে |

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

বর্তমান করোনা পরিস্থিতিকে মাথায় রেখে এমন সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে  জানিয়েছে সরকার  |সরকার পক্ষের বিবৃতি অনুযায়ী স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় ,কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার সর্বত্র ক্যাম্পাস শিক্ষা বন্ধ রাখার কথা বলা হয়েছে |তবে কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুব অল্প সংখ্যক লোক নিয়ে রিসার্চ অথবা ল্যাবরেটরির কাজ চালানোর অনুমতি দিয়েছে   |

শিক্ষকদের বাড়ি থেকে অনলাইন ক্লাস করানোর কথা বলা  হয়েছে | একই সাথে  শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে প্রয়োজনে  কাজ করতে হবে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে|

ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের  করোনায়  আক্রান্ত হওয়ার ঘটনা  কর্তৃপক্ষের নজরে আসতেই গত এপ্রিল মাস থেকেই  সব সরকারি  ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল |জম্মু ও  কাশ্মীর স্কুল শিক্ষা বোর্ড (JKBOSE) দশম ,একাদশ ও  দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করেছিল |সরকারি কার্যালয়ের তরফে জানানো হয়েছে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই জম্মু ও  কাশ্মীর স্কুল শিক্ষা বোর্ডর  ২০২০-২০২১ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষাগুলো  স্থগিত অথবা  বাতিল করা হয়েছে |

school college closures in Jammu & kashmir have been extended

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment