জুলাইয়েও খুলছে না স্কুল, তবে নেওয়া হবে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা: মুখ্যমন্ত্রী

Loading

কলকাতা: দেশজুড়ে করোনা মোকাবিলায় লকডাউন শুরু হতেই ১৬ মার্চ থেকে বন্ধ রাখা হয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তবে এভাবে দফায় দফায় লকডাউনের মেয়াদ বেড়ে চলায়, শিক্ষা নিয়ে চিন্তায় পড়ে যান শিক্ষক মহল, অভিভাবক থেকে ছাত্র ছাত্রীরা।

সব দিক মাথায় রেখে বেশ কিছুদিন আগেই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল জুলাইয়েই শুরু হচ্ছে পঠনপাঠন। তবে সেটিও হচ্ছে না এদিন নবান্নে বৈঠক শেষে তা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

তিনি বলেন, ‘ জুলাইয়েও স্কুল খোলা সম্ভব হচ্ছে না। তবে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা গুলি নেওয়া হবে।’ উল্লেখ্য, রাজ্যে করোনা সংক্রমণ দিনে দিনে যে ক্যাবে রেকর্ড ভেঙে বেড়ে চলেছে , সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই রাজ্য সরকারের এমন সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

তবে এসবের পাশাপাশি, বেসরকারি স্কুল গুলিতে অনৈতিক ভাবে ফিস বৃদ্ধি নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এসব বরদাস্ত করা হবে না।

Author

Share Please

Make your comment

%d bloggers like this: