west bengal school
রাজ্যের সব স্কুল শনিবার থেকেই খুলছে। শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের শনিবার থেকে স্কুল আসতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই নির্দেশ দিয়েছেন।
তবে পড়ুয়ারা সোমবার থেকে আসবে। শুক্রবার এমনটাই জানিয়েছেন ব্রাত্য বসু। শিক্ষা দপ্তর একটি নির্দেশিকায় জানিয়েছে, শনিবার 25 জুন থেকে শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের স্কুল আসতে হবে।
প্রসঙ্গত, আবারও বাড়তে শুরু করেছে করোনা। এই পরিস্থিতিতে, নবান্ন স্কুল খোলার ঘোষণায় বার বার কোভিডবিধি মেনে চলার কথা মনে করিয়ে দিয়েছে।
জেলা শাসককে বিশেষ নির্দেশে বলা হয়েছে, প্রত্যেক জেলায় শিক্ষা বিষয়ে দেখভালের জন্য যে অতিরিক্তি জেলাশাসক রয়েছেন, তাঁদের নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হোক। তাঁরাই নিশ্চিত করবেন পড়ুয়ারা স্কুলে ফেরার আগে এবং পরে যাতে কোভিডবিধি অক্ষরে অক্ষরে মানা হয়। west bengal school