দিল্লি – ভুয়ো তথ্য এবং হিংসার উস্কানি দেওয়ার অভিযোগে শশী থারু ও ছয় জন সাংবাদিক মৃণাল পান্ডে, রাজদীপ সরদেশাই, বিনোদ জোশ, জাফর আগা, পরেশ নাথ এবং অনন্ত নাথ সহ আরও একজনের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা আনা হল।
নয়ডার একটি থানায় এফআইআর দায়ের করেছন দিল্লিরই এক বাসিন্দা । অভিযোগ, শশী থারুর এবং ওই ছ’জন সাংবাদিক টুইটারে একটি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, একজন কৃষককে গুলি করে হত্যা করছে দিল্লি পুলিশ। সোশ্যাল মিডিয়ায় এই ভুয়ো পোস্টের জেরে গত ২৬ তারিখের অশান্তি আরও তীব্র আকার ধারণ করে বলে এফআইআর এ লেখা হয়েছে। দেশদ্রোহীতা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু হয়েছে।
পুলিশ সূত্রে , অভিযোগকারী জানিয়েছেন, ক্ষুব্ধ কৃষকরা লাল কেল্লায় গিয়ে অশান্তি পাকানোর মূলেই রয়েছে এই সাংবাদিকদের ভুয়ো সাশ্যাল মিডিয়া পোস্ট।