ছোট ছবি দেখলে? এবার বড়টা দেখো, ভাইরাল সৌরভের ইনস্ট্রগ্রাম পোস্ট

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

ছোট ছবি দেখলে? এবার বড়টা দেখো, ভাইরাল সৌরভের ইনস্ট্রগ্রাম পোস্ট

কলকাতা: বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেতা, উপস্থাপক, কৌতুক অভিনেতা এবং থিয়েটার পরিচালক হিসেবে সৌরভ দাসকে কেইনা চেনে। তিনি তাঁর অভিনয় দক্ষতা দিয়ে জিতে নিয়েছে সকলের মন। তাঁর অভিনয়ের প্রশংসা করেছে সকল দর্শক। মন্টু পাইলট এ তাঁর অভিনয় মন ছুঁয়ে গেছে সকল দর্শকদের।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

সম্প্রতি কদিন ধরে একটি ভিডিও বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে যে, কোন একটি ক্লাবে অগণিত দর্শকদের মাঝে দাঁড়িয়ে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাতে আসা তাঁর ফ্যানদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছেন সৌরভ। আর তাঁর পাশেই দাঁড়িয়ে আছে একটি মেয়ে। আর সেই ভিডিওটিতে কিছুক্ষনের একটি মুহূর্ত যার মধ্যে গোল একটি মার্ক করে দেওয়া সৌরভের হাতের পজিশন বোঝানোর জন্য।

আর সেই ভিডিওটিই ঝড়ের বেগে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর তার পরই ওঠে প্রতিবাদের ঝড়। তাঁদের প্রিয় অভিনেতার এরকম এক ভিডিও দেখে সকলেই নিজের নিজের মতো করে নিন্দা করেছিলেন অভিনেতার। কিন্তু, পরক্ষণেই জানা যায় যে, মেয়েটি আর কেউ নয়। মেয়েটি হলেন সৌরভের নিজের বোন।
আর ভাইরাল হওয়া ভিডিওটির পরিপ্রেক্ষিতে সম্প্রতি অভিনেতা তাঁর ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে আরও একটি ভিডিও পোস্ট করেছেন।

আর ভিডিওটি পোস্ট করে সৌরভ বলেছেন যে, “ছোট ছবি দেখলে? এবার বড়টা দেখো। গতকালের জন্মদিনটা সেরা ছিলো। অনেকটা ভালোবাসা পেয়েছি তোমাদের সবার থেকে। হয়তো এতোটাও ডিজার্ভ করি না! স্কুলের লাস্ট বেঞ্চার যাকে দেখে বাবা-মায়ের কান্না থামতো না, সেই বাবার যখন চোখের জল মুছিয়ে দিচ্ছি গতকাল আর সঙ্গে তোমাদের ভালোবাসার চিৎকার… মনে হচ্ছিল ব্যাস! আর কি চাই জীবনে? আমি তো কমপ্লিট!!

বোনটাও কেঁদে ফেললো! ওর চোখের জল মোছাচ্ছি আর ও আমার কানে কানে বলছে, “দাদা! মালদা থেকে লোক এসেছে তোকে জাস্ট উইশ করতে! ভাব! সারারাত শিয়ালদহ স্টেশনে ঘুমিয়েছে!!”
তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জীবনের এই দিনটাকে এতোটা মেমোরেবেল করে দেওয়ার জন্য। সারাটা জীবন মা বাবা আমি আর বোন মিলেই জন্মদিন পালন করে এসেছি (তাও আবার প্রতি বছর নয়!) তাই এই দিনে আমার জন্য এত মানুষের ভীড় আশাই করিনি। আজ তোমাদের জন্য এতদিন পর আমার গর্বে গর্বিত হয়ে বাবার আর বোনের চোখে জল। যদিও চাই এরম কান্না আরো হোক!!

ভালোবাসি সবাইকে। সম্প্রতি সৌরভের পোস্ট করা এই লেখা ও ভিডিওই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment