কলকাতা: করোনা ভাইরাসের কারণে ৩০ মে পর্যন্ত শুটিং বন্ধ টলিপাড়ায়।এর ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে; অতিমারীর জন্য বন্ধ শুটিং (serial shooting), নতুন সিরিয়ালগুলির কী হবে?
এই টলিপাড়া গত বছরের লকডাউন থেকে শিক্ষা নিয়েছিল। এবার কিছু এপিসোড সঞ্চয় রেখেছে চ্যানেলগুলি। কিন্তু তা দিয়ে আর কতদিন চলবে?
সঞ্চয় যতোই থাক তা তো একদিন ফুরিয়েই যায়। লকডাউন এর আগে বেশ কিছু নতুন সিরিয়ালের ঘোষণা করা হয়েছিল। প্রকাশ্যে এসেছিল আগাম ঝলক। অতিমারীর এই পরিস্থিতিতে সেগুলির ভবিষ্যৎ নিয়ে উত্তর অজানা প্রযোজক-পরিচালকদের।
প্রসঙ্গত উল্লেখ্য,স্টার জলসায় শুরু হওয়ার কথা ছিল ‘রবির নতুন বৌঠান’ ধারাবাহিকের। ইতিহাস নির্ভর এই ধারাবাহিক তৈরির কথা গত বছরেই জানিয়েছিলেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। কিন্তু কোভিড পরিস্থিতিতে শুটিংয়ের খবর এখনও মেলেনি।
স্টার জলসার আরেক নতুন ধারাবাহিক ‘মন ফাগুন’-এর প্রোমো বেরিয়ে গিয়েছে। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শন বন্দ্যোপাধ্যায় ও সৃজলা গুহ। ধারাবাহিকের প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিসের কর্ণধার স্নিগ্ধা বসু জানান, মিরিকে কিছু অংশের শুটিং শুরু হয়েছিল। তা দিয়ে প্রোমোও তৈরি হয়েছিল। তবে প্রোমোতে সম্প্রচারের তারিখ দেওয়া হয়নি। ফলে নতুন সিরিয়াল নিয়ে তাঁরা এখন ভাবিত নন। কিন্তু পুরনো যে ধারাবাহিকগুলি চলছে তা বেশি দিন দেখানো যাবে না বলেই মনে করছেন স্নিগ্ধা বসু। সেক্ষেত্রে হয়তো পুরনো এপিসোডই আবার দেখানো হতে পারে।
কৃষ্ণভক্ত মীরা হয়ে ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। স্টার জলসাতেই দেখা যাবে ধারাবাহিকটি। জুন মাস থেকে ধারাবাহিকের শুটিং শুরু হওয়ার কথা ছিল।
এছাড়া দেবশ্রী রায় রাজনীতি ত্যাগ করে ছোটপর্দায় ফিরছেন। তাঁর নতুন ধারাবাহিক ‘সর্বজয়া’ দেখা যাবে জি বাংলা চ্যানেলে। সপ্তাহ খানেক আগেই প্রকাশ্যে এসেছে প্রোমো। জুন মাসে দেবশ্রী রায়েরও শুটিং শুরু করার কথা ছিল স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনায়। লকডাউনের মেয়াদ বাড়তে শুটিং করা সম্ভব নয়। তাই চিন্তিত স্নেহাশিস চক্রবর্তী। তাঁরও বেশি চিন্তা পুরনো ধারাবাহিকগুলি নিয়ে।
পরিচালকেরা সঞ্চিত এপিসোড শেষ হয়ে গেলে আবার পুরনো এপিসোডের ভরসায় থাকতে হবে বলে জানিয়েছেন।
(serial shooting)