কলকাতায় খাদ্যের দাবিতে আন্দোলন, সেদিন গুলিতে মৃত্যু হয়েছিল ৮০ জনের

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

shahid dibas 31 august: কলকাতা: সেই দিনটাও ছিল ৩১ অগস্ট, সালটা ১৯৫৮। স্বাধীনতা সবে তখন ১২ বছরের বালক। সেদিন খাদ্যের দাবিতে রাস্তায় নেমেছিল নারী-কৃষক-সহ অজস্র প্রতিবাদী মানুষ। ভুখা পেট নিয়ে কলকাতার রাজপথে সরব হয়েছিল অজস্র প্রতিবাদীরা। কিন্তু তাতে চলে গুলি।

অভিযোগ মিছিলে থাকা সেই প্রতিবাদী মানুষদের ওপর গুলি চালায় পুলিশ। গুলিতে কমপক্ষে ৮০ জনের মৃত্যু হয়। তারপরের দিন ১ সেপ্টেম্বর ওই হত্যার প্রতিবাদে বামপন্থী ছাত্র যুবরা মিছিল করেছিল এবং সে মিছিলেও পুলিশি আক্রমণে প্রাণহানি হয়। সেই দিন আজও বাংলার ইতিহাসে ব্ল্যাক ডে হিসাবেই চিহ্নিত।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

BREAKING: ফের শারীরিক অবস্থার অবনতি রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের

বামেদের বক্তব্য, বর্তমানে এই লকডাউন পরিস্থিতিতে যেভাবে সাধারণ মানুষ রোজগারহীন হয়ে পড়েছে ও খাদ্যাভাব দেখা যাচ্ছে তাতে ওই ঘটনার ৬১ বছর পরে বর্তমানে ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বর্তমান পরিস্থিতির জন্য কেন্দ্র-রাজ্য উভয় সরকারের দিকেই আঙ্গুল তুলেছে তারা।

সোমবার অর্থাৎ আজ লকডাউন হলেও ১৬ টি বামপন্থী এবং সহযোগী দলের পক্ষ থেকে শহিদ দিবস পালন করা হবে বলে জানানো হয়। তবে জানা গিয়েছে, সুবোধ মল্লিক স্কোয়ারে শহীদ বেদী প্রাঙ্গণে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাম এবং সহযোগী দলগুলির নেতৃবৃন্দ।

shahid dibas 31 august

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment