shahid diwas
লড়াই ২৪ ডেস্ক: রাজ্যের করোনার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে তবে ঝুঁকি নিয়ে জনসমাগম করে শহিদ দিবস পালন করতে চাইছে না রাজ্য শাসক শিবির। তাই এবার ‘শহিদ দিবস’ পালন হবে ভার্চুয়ালি। কিন্তু তাতেও থাকছে চমক। একুশের এই সমাবেশ এবার ভার্চুয়ালি গোটা দেশে ছড়িয়ে দিতে চান তৃণমূল শিবির তথা তৃণমূল সুপ্রিম। দলনেত্রীর বার্তায় দেশের সর্ব প্রান্তে ‘শহিদ দিবস’ ছড়িয়ে দিতে কৌশল নিয়েছে রাজ্য শাসক শিবির।
২১ জুলাই দুপুর ২ টো নাগাদ বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “বাংলার মানুষের আশীর্বাদে তৃতীয়বারের জন্য সরকার গড়েছি আমরা। আমি আমার ভাই-বোনদের জন্য শহিদ দিবসের দিন বক্তব্য রাখব বেলা দুটোয়। তবে প্রকাশ্যে সমাবেশ নয়, রাখা হবে ভার্চুয়ালি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে এই সিধান্ত।”
আরও পড়ুন……………বড় সাফল্য এসটিএফের! বারাসাতে গ্রেফতার হল জেএমবি লিঙ্কম্যান
তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এলেও এখনো বিজয় সম্মিলন পালন করেনি তৃণমূল। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পরিস্থিতি একটু শিথিল হলে ২১-জুলাই শহিদ দিবসের পাশাপাশি পালন হবে তৃণমূলের বিজয় সম্মিলনী। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তা আর হচ্ছে না।
তৃণমূল সূত্রে খবর, দিল্লি, উত্তরপ্রদেশ ও ত্রিপুরাতেও ছড়িয়ে দেওয়া হবে শহিদ দিবস উপলক্ষে ভার্চুয়াল সম্প্রচার। উল্লেখ্য, আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন এবং তার পরের বছর ত্রিপুরায়। তাই রাজ্যগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ সম্প্রচার মাধ্যমে বিজেপিকে চাপে রাখতে চায় তৃণমূল।