নদিয়া: যুবসমাজের জন্য সুষ্ঠ ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে সাহিত্য পরিষদের সুশান্ত মঠ সূচনা করলেন ‘শান্তিপুর স্বপ্ন’-এর। সোমবার শান্তিপুরের বহু পুরানো সাহিত্য পরিষদের লাইব্রেরী প্রাঙ্গণের এক প্রান্তে ১৫টি গাছ পুঁতে শুভ সূচনা হল ‘শান্তিপুর স্বপ্ন’-র।
মুখ্য উপদেষ্টার মধ্যে ডঃ সোমনাথ কর জানান, শান্তিপুরে বহু সংগঠন আলাদা বিষয় নিয়ে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে চলেছে। শিক্ষা নিয়ে বিশেষত পেশা বা জীবিকা ভিত্তিক পড়াশোনা কলকাতায় হলেও কিছু মফস্বল এলাকায় তা পৌঁছায় না। হালে দেখা যায় চাকরি ক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে দিশাহীন বর্তমান ছাত্র সমাজ। তাই এই বিষয়ে ‘শান্তিপুর স্বপ্ন’ সঠিক দিশা দেখাবে বলে মনে করেন তিনি।
উদ্যোক্তাদের মধ্যে থেকে পার্থ প্রামানিক আশাবাদী যে আজকের নবগঠিত সংগঠন, ছাত্র ও যুব সমাজকে নতুন দিশা দেখাবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের কর্মকর্তা সহ বিশিষ্টজনেরা।