পুনে – যদি কেউ একটি ছাগল ঋণ নেয় তবে তাকে তার বদলে দিতে হবে চারটি ভেড়া; মহারাষ্ট্রে শুরু এমন একটি আজব নিয়ম। আপাতত এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের প্রচলিত করা কৃষি সংক্রান্ত বিল নিয়ে যথেষ্ট প্রতিবাদ করছে কৃষকেরা এবং এরকমই একটি সময়ে কিভাবে অন্যান্য পেশাকে বেছে নেওয়া যায় সেটাই এখন তারা চিন্তা করছে।
মহারাষ্ট্রের আকোলা জেলার এক কৃষক একটি নতুন পেশা বিকল্প খুঁজে পেল। তিনি একটি ছাগলের ব্যাংক তৈরি করেছেন এবং যেটির নাম দিয়েছেন গোট ব্যাঙ্ক অফ কারখেডা।
তিনি এই নতুন পেশাটি শুরু করেছেন অন্যান্য কৃষকদেরও উৎসাহ দিতে। তবে এই রকম একটি ব্যাংকের সুদ ব্যবস্থা পুরোপুরি আজব ধরনের । যদি ছাগল ঋণ নিতে হয় তাহলে তাকে সুদ দিতে হবে ভেড়া। যদি কোনও কৃষক এই ব্যাংক থেকে ঋণ নিতে চান তবে তাঁকে প্রথমে ১ হাজার ২০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। ব্য়াংকের নিয়ম অনুসারে প্রত্যেকে একটি করে ছাগল পাবে। পরিবর্তে তাকে দিতে হবে ৪টি ভেড়া। এর জন্য সময়সীমাও বেঁধে দিয়েছে ব্যাংক। ৪০ মাসের মধ্যে এই ভেড়া ব্যাংকে জমা দিতে হবে। ২০১৮ সালে তিনি ব্যাঙ্কটি প্রতিষ্ঠা করেছিলেন । তিনি সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে ব্যাঙ্কিং ব্যবস্থার নিয়ম-নীতি জানান।
জানা গেছে যে, এই ব্যাংকিং ব্যবস্থাটি তৈরি করা হয়েছে, আকলা করলা জেলার সংগাভি মোহাডি গ্রামে। এই ধরনের একটি বুদ্ধি সত্যিই একদমই ব্যাতিক্রম। অন্যান্য কৃষকরা ভীষণ প্রশংসা করেছেন এ বিষয়ে।নরেশ দেশমুখ নামের ওই কৃষক স্নাতক পাস কর্রিষ্কন কৃষি বিদ্যাপীঠ থেকে।