sheikh rashid
নয়াদিল্লি: ভারতকে যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ। ইমরান খান সরকারের এই রেলমন্ত্রীকে আইএসআই-এর মুখপাত্র হিসেবেও চিহ্নিত করেন অনেকে।
তাঁর দাবি, পাকিস্তানের কাছে নাকি আকারে ছোট অথচ নিখুঁত নিশানা যুক্ত এমন পরমাণু বোমা আছে, যা ভারতের পূর্বে অসমে পর্যন্ত হামলা চালাতে পারবে। যদিও এর আগে গত সেপ্টেম্বরেও এমন হুমকি দিয়েছিলেন তিনি।
উত্তরপ্রদেশে মেডিক্যাল ছাত্রীকে খুন ও হেনস্থার অভিযোগে শ্রীঘরে ডাক্তার
উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বরেও তিনি পাকিস্তানের হাতে ১২৫-২৫০ গ্রামের ক্ষুদ্র পারমাণবিক অস্ত্র থাকার বিষয়ে গর্ব করেছিলেন।
পাক রেলমন্ত্রী এমন কথা বললেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বা সেনা বাহিনীর তরফ থেকে অবশ্য এ বিষয়ে মুখ খোলা হয়নি।
sheikh rashid