পরিযায়ী শ্রমিকদের প্রেক্ষিতে সোনু সুদের সমাজসেবা নিয়ে প্রশ্ন তুললেন শিবসেনা
মুম্বাই: দেশজুড়ে লকডাউন শুরু হতেই দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েন পরিযায়ী শ্রমিকেরা। কাজহীন ভাবে দীর্ঘদিন কাটানোর পরে, সাথে রোগের ভয়ে যখন পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফিরতে মরিয়া হয়ে উঠেছে, ঠিক সেই সময়ই সিনেমা জগতের ভিলেন সোনু সুদ বাস্তব জীবনে হয়ে উঠলেন হিরো।
একের পর এক বাস থেকে বিমানের ব্যবস্থা করে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে চলেছেন সোনু। এই মহত্বের জন্য বেশ কিছুদিন খবরের শিরোনামে বারবারই উঠে এসেছেন তিনি। সাথে পরিযায়ী শ্রমিক ও দেশবাসীর কাছে হয়ে উঠলেন মাসিহা।
এত কিছু করা সত্ত্বেও এবার সেই রিয়েল হিরোর সমাজ সেবা নিয়ে প্রশ্ন তুলে বসলেন শিবসেনা। বোঝা যাচ্ছে সোনুর এই সমাজ সেবাকে শিবসেনা ভালো চোখে দেখছে না।
শিব সেনার নেতা সঞ্জয় রাউতের এই প্রেক্ষিতে কটাক্ষ করে বলেন “সোনু সুদের মতো এক নতুন মহাত্মা লক ডাউনের মধ্যে হঠাৎ করেই যেন আবির্ভুত হয়েছে”। সোনু সুদের কাজ নিয়েও তিনি মন্তব্য করলেন।
তার দাবি, “এর থেকে স্পষ্ট রাজ্য এবং কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ নেয়নি”। আবার পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্যে এতো বাস কোথা থেকে সোনু পাচ্ছেন? সেই প্রশ্নও করেছেন শিবসেনার এই নেতা।