নয়াদিল্লি: নিস্ক্রিয় পর্বের অবসান। দিল্লির বৈঠকে অংশগ্রহণ করতে চলেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার পূর্বতন মেয়র শোভন চট্টোপাধ্যায়।
গত প্রায় এক বছরে কলকাতায় বিজেপির একের পর এক কর্মসূচি এড়িয়ে গেলেও দিল্লির এই জরুরি বৈঠকে শোভন যোগ দিচ্ছেন বলে জানা গিয়েছে। এ দিন সকালেই সে বিষয়ে শোভন এবং বৈশাখীর সঙ্গে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে।
জানা গিয়েছে, সোমবারের বৈঠকের মূল বিষয় থাকছে ২০২১ সালের বিধানসভা নির্বাচন। সেই দিকে নজর রেখে নির্বাচনী প্রচারের পূর্ণাঙ্গ পরিকল্পনা করার উদ্দেশেই বৈঠকে বসছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, জানিয়েছে সূত্র।