বিয়ে করতে চলেছেন শ্রদ্ধা কাপুর, বরুনের পোস্টে তেমনই ইঙ্গিত, গুঞ্জন নেটমহলে
লড়াই২৪: অনেকদিন আগেই শুরু হয়ে গেছে বিয়ের মরসুম। একের পর এক স্টারকিডরা হয়তো এবছর টাকেই বেছে নিয়েছেন বিয়ের জন্য। সম্প্রতি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ান। দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েন অভিনেতা।
তবে, অন্যসব সেলিব্রেটিদের বিয়ের ছবি থেকে শুরু করে ভিডিও যত সহজে নেটাগরীকগণ দেখতে পেয়েছেন বরুণের বেলায় কিন্তু অত সহজে হয়নি। আর তার কারণ হল বরুণের বাবা চলচ্চিত্র পরিচালক ডেভিড ধাওয়ান বরুণ ও নাতাশার বিয়ের মণ্ডপে যারা কাজ করেছেন সেই সকল কর্মচারীদের অনুরোধ করেছিলেন যে, তাঁরা যেন বিয়ের মণ্ডপে ফোন ব্যবহার না করে। যারফলে বিয়ের কোনো ছবি হোক বা ভিডিও কোন ভাবেই লিক হয়নি।
আর তাই মনখারাপ হয়ে পরে ভক্তদের। তবে, অবশেষে ভক্তদের মন ভালো করে দেওয়ার জন্য বরুণ নিজেই তার ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে তাঁদের বিয়ের ছবি পোস্ট করেন। আর যা দেখে রীতিমতো আপ্লুত হয়ে পড়েন নেটবাসী। বলিউড থেকে শুরু করে অনুরাগী সকলেই নবদম্পতিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন।
আর সেই শুভেচ্ছা বার্তার হাত ধরেই বেরিয়ে এল এক আরও এক জনপ্রিয় সেলিব্রেটির বিয়ের খবর। সকলেই ভাবছেন যে, কে তিনি? তাহলে খোলসা করেই বলা যাক। বলিউডের নামকরা অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে কেই না চেনে। অনেকদিন আগে থেকেই জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও জনপ্রিয় ফটোগ্রাফার রাকেশ শ্রেষ্টর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।
তবে, এ ব্যাপারে রাকেশ ও শ্রদ্ধা দুজনেই মুখ খোলেননি কোনদিনই। তবে, সম্প্রতি রাকেশ ইন্সট্রাগ্রামে বরুণকে শুভেচ্ছা জানাল। আর সেখানেই বরুণ রাকেশকে লেখেন যে, “আই ট্রুলি এম হোপ ইউআর রেডি অর্থাৎ আশা করছি এবার তুমি তৈরি”। আর এই পোস্ট দেখেই সকলের মনে শ্রদ্ধা ও রাকেশের বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি এই পোস্টই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।