নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে নতুন প্রকল্প নাম প্রধানমন্ত্রী শ্রম যোগী মন ধন যোজনা। এই প্রকল্পের আওতায় মোট ৪২ কোটি শ্রমিককে নিয়ে আসা হয়েছে, যারা ৬০ বছরের পরেই পাবে ৩৬ হাজার করে টাকা প্রতিবছর, অর্থাৎ মাসে ৩ হাজার করে টাকা দেওয়া হবে।
এই প্রকল্প কেবল অসংগঠিত মানুষদের জন্যই। আসলে এই প্রকল্পের নিয়ম হল, মানুষ যত টাকা তার খাতায় জমা করবে, সরকারও ঠিক ততটাকাই দেবে, আর এটাই জমে যে টাকা হবে, সেটাকেই ৬০ বছর পর মানুষদের দেওয়া হবে। মাসে ৩০০০ টাকা করে।
এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য বেশী কিছু লাগবে না, শুধু আঁধার কার্ড, বৈধ মোবাইল নম্বর, ও জন জন অ্যাকাউন্ট আইএফএসসি নম্বর সহ।
এই প্রকল্পের মধ্যে যারা যারা নাম নথিভুক্ত করেছে, তাদের বার্ধক্যের জন্য চিন্তা নেই। রিক্সা চালক, গৃহকর্মী, ধোপা, কৃষক সবাই এর অন্তর্ভুক্ত।