শনিবার বিজেপিতে যোগদান করতে পারেন শুভেন্দু অধিকারী
নন্দীগ্রাম: শুভেন্দু অধিকারী শেষপর্যন্ত বিজেপিতেই যোগ দিতে চলেছেন। ঘনিষ্ঠমহল সূত্রে তেমনই খবর মিলেছে। জানা গিয়েছে, আগামী ১৭ ডিসেম্বর দিল্লিতে যাচ্ছেন নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী ।
শুভেন্দু অধিকারী শনিবার নিজের গড়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন। যদিও শুভেন্দু অধিকারীর তরফে এব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরে শুভেন্দু অধিকারীকে নিয়ে চলছে বিস্তর জল্পনা। দলের শীর্ষ নেতৃত্বে থাকা কয়েকজনের প্রতি ক্ষোভ রয়েছে শুভেন্দুর। যা নিয়ে প্রকাশ্য সভাতেও নিজের মতামত জানিয়েছেন তিনি।
কয়েকমাস দলের ব্যানার ছাড়াই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখা গিয়েছে। একাধিক জেলায় পড়েছে ‘দাদার অনুগামী’ লেখা ব্যানার। তৃণমূলের বেশ কিছু নেতাও শুভেন্দুর বিরুদ্ধে মুখ খুলেছেন।
সূত্রের দাবি, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবারই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে চলেছেন।